মোঃ আব্দুল কাইয়ুম (উজ্জ্বল) এর রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত

follow-upnews
0 0

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট প্রতিনিধি।

আব্দুল কাইউম


১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার দুপুর ১২ টায় দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বাগেরহাটের সরকারি পি.সি.কলেজের বি.বি.এ(ব্যবস্থাপনা বিভাগ) ৩য় বর্ষের ছাত্র ও মুসলিম হলের নিয়মিত বোডার্স মোঃ আব্দুল কাইয়ুম উজ্জ্বল এর রুহের মাগফিরাত কামনায় মুসলিম হলে অবস্থানরত ছাত্রবৃন্দের আয়োজনে মুসলিম ছাত্রাবাসে কুরআন খানি, শোক সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। আব্দুল কাইউম কিডনি বিকল হয়ে গত ৫ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যায়।

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুসলিম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রহমান শাহ্। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সাখিলুর রহমান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সেখ মোস্তাহিদুল আলম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ফকির, অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ আলিমুজ্জামান এবং অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান।  

উপস্থিত ছিলেন কলেজ ছাত্র সংসদের (২০১২-২০১৩) ভি.পি. ও সরকারি পি.সি. কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ ইয়াছির আরাফাত নোমান, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনিরুদ্ধ দাস গোপাল, কলেজ ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অসিত কুমার দে, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার, ছাত্র মিলনায়তন সম্পাদক হাসান চৌধুরী নয়ন, মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আল-আমিন, সাধারন সম্পাদক মোঃ রেজওয়ানুল ইসলাম, কামাখ্যা চরণ হল শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন কুমার পাইক, সিনিয়র সহ সভাপতি পুলক মজুমদার, সাংগঠনিক সম্পাদক পবিত্র মজুমদার, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক বিতাস তরফদার, প্রচার সম্পাদক তন্ময় বালা, সাংস্কৃতিক সম্পাদক শুভজীৎ নন্দী, ছাত্রীনিবাস শাখা ছাত্রলীগের সভাপতি অর্পা মণ্ডল, সাধারণ সম্পাদক সুবর্না আক্তার, সাংগঠনিক সম্পাদক ইলোরা ঢালী সহ অনার্স ২য় বর্ষ শাখা ছাত্রলীগের আহবায়ক ও স্লোগান মাষ্টার শফিকুল ইসলাম আরমান।




বিজ্ঞাপন

Next Post

কবি আল মাহমুদকে স্মরণ করছে সবাই

  কাঁপুনি / আল মাহমুদ  শেষ হয়নি কি, আমাদের দেয়া-নেয়া?   হাত তুলে আছে, পাড়ানি মেয়েটি    বিদায়ের শেষ খেয়া,    ডাকছে আমাকে হাঁকছে আমাকে    আমিই শেষের লোক।    শ্লোক শেষ হলো, অন্ত-মিলেরও শেষ।    কাঁপছে নায়ের পাটাতন বুঝি   ছেড়ে যেতে উৎসুক।       আমি চলে গেলে এ পারে আঁধারে কেউ থাকবে না আর   সব ভেসে […]
Al Mahmud