Headlines

আহ্বান // দিব্যেন্দু দ্বীপ

শাহিদা সুলতানা
বেদনার পরে কি কেউ থাকে এ ব্যস্ত জীবনে দাঁড়িয়ে?
এখন সকাল,
আমি এক একলা পথিক
আঁজলা ভরে পান করছি কাল্পনিক সুধা,
তাতে কি সেরে উঠতে পারে মহাকাল?
মহা বিপর্যয় বাসা বেঁধেছে শরীরে,
উদ্ভ্রান্ত পৃথিবীর মতো জ্বলছি সারাক্ষণ,
একটা ঐশ্বরিক হৃদয় কি পারে জাগাতে আবার আমারে?
পৃথিবী আবার শান্ত হোক,
শান্ত হোক শিরা ধমনিতে আমার রক্তস্রোত।
অন্তত একটা ছায়ামূর্তি হয়ে আসো,
সংগোপনে বিন্দু বিন্দু করে ছড়িয়ে দাও ভার্জোলি হতে সে অমৃতা,
সেরে উঠুক পৃথিবী, সেরে উঠুক আমার সকল ক্ষত।