আহ্বান // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0
বেদনার পরে কি কেউ থাকে এ ব্যস্ত জীবনে দাঁড়িয়ে?
এখন সকাল,
আমি এক একলা পথিক
আঁজলা ভরে পান করছি কাল্পনিক সুধা,
তাতে কি সেরে উঠতে পারে মহাকাল?
মহা বিপর্যয় বাসা বেঁধেছে শরীরে,
উদ্ভ্রান্ত পৃথিবীর মতো জ্বলছি সারাক্ষণ,
একটা ঐশ্বরিক হৃদয় কি পারে জাগাতে আবার আমারে?
পৃথিবী আবার শান্ত হোক,
শান্ত হোক শিরা ধমনিতে আমার রক্তস্রোত।
অন্তত একটা ছায়ামূর্তি হয়ে আসো,
সংগোপনে বিন্দু বিন্দু করে ছড়িয়ে দাও ভার্জোলি হতে সে অমৃতা,
সেরে উঠুক পৃথিবী, সেরে উঠুক আমার সকল ক্ষত।
Next Post

ডাব কি শুধুই উপকারী?

ডাবের উপকারিতা সবাই জানেন, তাই সে বিষয়ে নতুন করে কিছু বলার নেই। ডাঃ সাকলায়েন রাসেল বলছেন যে, ডাব খাওয়ার কিছু ঝুঁকিও আছে, সে বিষয়েও সতর্ক থাকা জরুরী। ডাব মানেই উপকারী নয়, ডাবেরও কিছু ঝুঁকি আছেঃ ১. সিকেডি বা কিডনি ফেইল্যার রোগীদের জন্যে এটা একেবারেই নিষিদ্ধ। ২. কোনো কোনো হার্টের রোগীদের […]
ডাঃ সাকলায়েন রাসেল