বই ।। হুমায়ুন আজাদ

follow-upnews
0 0

যে-বই জুড়ে সূর্য ওঠে
পাতায় পাতায় গোলাপ ফোটে
সে-বই তুমি পড়বে।

যে-বই জ্বালে ভিন্ন আলো
তোমায় শেখায় বাসতে ভালো
সে-বই তুমি পড়বে।

যে-বই তোমায় দেখায় ভয়
সেগুলো কোন বই-ই নয়
সে-বই তুমি পড়বে না।

যে-বই তোমায় অন্ধ করে
যে-বই তোমায় বন্দী করে
সে-বই তুমি ছুঁবেই না।


বই-হুমায়ুন অাজাদ

Next Post

রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ ফুটবল বিশ্বকাপের সময়সূচী

২০১৮ ফিফা বিশ্বকাপের ২১তম আসর অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ায়। প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৩২টি দল খেলবে, যেখানে রাশিয়া স্বাগতিক দল হিসেবে এবং বাকি ৩১টি দল বাছাইপর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে খেলছে। ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি খেলায় সম্পন্ন হবে এবারের বিশ্বকাপ। ১৪জুন থেকে ১৫জুলাই এই ৩২ দিনে ২০১৮-এর বিশ্বকাপ শেষ […]
বিশ্বকাপ-২০১৮