আমার হাড় কালা করলাম রে … দুরন্ত পরবাসী কথাঃ পল্লী কবি জসীম উদ্দিন

follow-upnews
0 0

ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা,
জনম বাঁকা চাঁদ রে … জনম বাঁকা চাঁদ (২)
তার চাইতে অধিক বাঁকা, হায় হায় (২)
যারে দিসি প্রাণ রে … দুরন্ত পরবাসী।

আমার হাড় কালা করলাম রে …
আমার দেহ কালার লাইগা রে।
ওরে আমার অন্তর কালা করলাম রে … দুরন্ত পরবাসী।

মনু রে …
ওরে কূল বাঁকা, গাঙ বাঁকা,
বাঁকা গাঙের পানি রে … বাঁকা গাঙের পানি (২)
সকল বাঁকায় বাইলাম নৌকা, হায় হায় (২)
তবু বাঁকারে না জানি রে … দুরন্ত পরবাসী।

আমার হাড় কালা করলাম রে …
আমার দেহ কালার লাইগা রে।
ওরে আমার অন্তর কালা করলাম রে … দুরন্ত পরবাসী।

মনু রে …
ওরে হাড় হইল জর জর,
অন্তর হইল গুড়া রে … অন্তর হইল গুড়া (২)
পিরিতী ভাঙ্গিয়া গেলে, হায় হায় (২)
নাহি লাগে জোড়া রে … দুরন্ত পরবাসী।

আমার হাড় কালা করলাম রে …
আমার দেহ কালার লাইগা রে।
ওরে আমার অন্তর কালা করলাম রে … দুরন্ত পরবাসী।

Next Post

দিব্যেন্দু দ্বীপ দিকদর্শন প্রকাশনীর সাথে আর কাজ করছেন না

মালিক পক্ষের সাথে কিছু ঝামেলা হওয়ায়, প্রতিষ্ঠান চুক্তি ভঙ্গ করায় দিব্যেন্দু দ্বীপ দিকদর্শন প্রকাশনীর সাথে চলতি মাস থেকে আর কাজ করছে না। বই সম্পর্কিত কোনো অভিযোগ থাকলে তা সরাসরি মালিক পক্ষের কাছে করতে হবে। লেখক এক্ষেত্রে কোনো দায়িত্ব নিতে রাজি নয়।