সংকল্প // কাজী নজরুল ইসলাম

follow-upnews
0 0

কাজী নজরুল ইসলাম

 

 

 

 

 

 

থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,-

কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে।

দেশ হতে দেশ দেশান্তরে

ছুটছে তারা কেমন করে,

কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,

কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণারে।।

কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেঁচে মুক্তা আনে,

কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বরগ পানে।

জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি

যুদ্ধ-জাহাজ চলছে ছুটি,

কেমন করে আঞ্ছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে,

কেমন জোরে টানলেসাগর উথলে ওঠে জোয়ার বানে।

কেমন করে মথলে পাথার লক্ষী ওঠেন পাতাল ফুঁড়ে,

কিসের অভিযানে মানুষ চলছে হিমালয় চুড়ে।

তুহিন মেরু পার হয়ে যায়

সন্ধানীরা কিসের আশায়;

হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরেঃ

শুনবো আমি, ইঙ্গিত কোন ‘মঙ্গল’ হতে আসছে উড়ে।।

কোন বেদনার টিকিট কেটে চন্ডু-খোর এ চীনের জাতি

এমন করে উদয়-বেলায় মরণ-খেলায় ওঠল মাতি।

আয়ার্ল্যান্ড আজ কেমন করে

স্বাধীন হতে চলছে ওরেঃ

তুরষ্ক ভাই কেমন করে কাঁটল শিকল রাতারাতি!

কেমন করে মাঝ গগনে নিবল গ্রীসের সূর্য-বাতি।।

রইব না কো বদ্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরে-

আকাশ বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চুঁড়ে।

আমার সীমার বাঁধন টুটে

দশ দিকেতে পড়ব লুটেঃ

পাতাল ফেড়ে নামব নীচে, ওঠব আবার আকাশ ফুঁড়েঃ

বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।।

Next Post

Job Maths Preparation: Percentage

Percentage শতকরা বিষয়ক অংক চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিশটি অংকের মধ্যে ৪ থেকে ৬টি অংশ পারসেনটেজ দিয়ে করা যায়। তাছাড়া ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, সুদকষা সবই মূলত পারসেনটেজ হিসেব করে করা হয়। তাই একথা বলা যায় যে পারসেনটেজ হিসেব দ্রুত না করতে পারলে পাটিগণিত অংক আপনি দ্রুত করতে পারবেন […]
Job Maths Bank Job