বইমেলার আগাম আয়োজন : “অশ্রাব্য গালিগালাজ”

follow-upnews
0 0

voot bhagaban mail

Asrabbo Galigalac
সাধারণ মানুষ ওদের যেভাবে থুথু ছিটাচ্ছে, শাপশাপান্ত করছে, বাপবাপান্ত করছে -সে কথাই বলা হয়েছে ‘অশ্রাব্য গালিগালাজ’ কাব্য গ্রন্থটিতে। লুটেরাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ এবং ঘৃণা কী রূপ ধারণ করেছে -সেটাই এ বইটির মূল ভাব এবং ভাষা। সাধারণ মানুষের ক্ষোভের আগুনের আঁচ দুর্বৃত্তদের গায়ে লাগে না। জনগণ হতে তারা বহুদূরে, নিরাপদে। ওদের প্রতারণায় মানুষ ক্ষুব্ধ, একই সাথে প্রতিবাদ এবং প্রতিরোধ করতে না পারার বেদনায় তারা ক্লান্ত। গণমানুষের পাশে দাঁড়াতে এ বইটি, ক্লান্ত মানুষের ক্ষীণ আওয়াজ বজ্ব্র নিনাদের পরিণত করার অভিপ্রায় থেকে এ বইটি। কাব্য চর্চা এখানে গৌণ বিষয়।

Next Post

আপনি কতটা ‍যুক্তি বোঝেন?