মৃত জন – জিনিয়া রহমান

follow-upnews
0 0

টের পাই

আমার ভেতরেও মৃত এক জনের বাস

কিছুতেই যার কিছু যায় আসে না।

সে হাসে, কথা বলে

কিন্তু তার দৃষ্টি আটকে থাকে ঘরের কোণে।

সে খেলে, সে দৌড়ায়

কিন্তু তার ভাবনা অন্য কোথাও।

সে যেতে চায়, যেখানে আর যাওয়া যায় না।

সে শুধু মৃত হয়ে পড়ে থাকে।

জিনিয়া রহমান

Next Post

বিশ্ব আবহাওয়া দিবস ২০১৭ : আকাশের বিশ্বজনীন ভাষা

আবহাওয়া পূর্বাভাস ও সতর্কতায় মূল ভূমিকা পালন করে মেঘ। বিশ্বের পানি চক্র ও সমস্ত জলবায়ু ব্যবস্থায় মেঘের অবদান অনস্বীকার্য। পাশাপাশি আবহমান সময় ধরে মেঘ প্রাণিত করে চলেছে নানা শিল্পী, কবি, সঙ্গীতজ্ঞ, আলোকচিত্রী ও উৎসাহী সবাইকে ।   আজ ২৩ মার্চ ২০১৭ বিশ্ব আবহাওয়া দিবস। এবারের প্রতিপাদ্য “মেঘের গমনাগমন (Understanding Clouds)”। […]