আকাশ দেখা যায় ♥ দেখি আমি তোমায়

follow-upnews
0 0

বিধি ডাগরও আঁখি …

 

নির্জন এক

কাক ডাকা দুপুরে তোমাকে পাঠিয়েছিলাম

একটি শব্দের মিছিল সেদিন।

তুমি হয়ত ভেবেছিলে

কোনো নকলে প্রেমের বাহানা,

নাকি তুমিও করেছিলে

কোনো প্রেরকের সন্ধান?

প্রথম প্রেমের মহাজ্ঞান

আমি ভুলি না আজও!

নির্জন দুপুরে,

কখনো গভীর রাতে

সেই একই ডাগর আঁখি

আমাকে সংসক্ত করে তোমাতে।

মহাশূন্যের নেশায় পেয়ে বসা আমি

এখনো

ক্ষণিক প্লাবিত হই কল্পিত প্রথম প্রেমে।

দেখা মেলে রোজ,

যেমন

আকাশ দেখা যায়— দেখি আমি ঠিক তখন তোমায়।


দিব্যেন্দু দ্বীপ      গোলাপ

Next Post

দেশের জন্য মধ্যরাতের বয়ান

১ নষ্ট মানুষ নষ্টই আছে, ধর্ম মেনে আরো ভ্রষ্ট হয়েছে। শুক্রাণু-ডিম্বানু মিলিত হয়ে জন্ম নিয়েছিল যে মানব শিশু অন্ধ-লোভী-অজ্ঞ পিতা-মাতা তাকে বর্বর বানিয়েছে শুধু। শিশুটি বড় হয়েছে, অমানুষ হয়েছে। আগে রাষ্ট্র গড়ো, রাষ্ট্র তুমি মানুষ করো। ২ একটু সবুর করো, কিছু অর্থ ব্যয় করো সভ্যতা বাঁচাতে আজ! পুরুষ তুমি কন্ডোম […]
কনডোম কবিতা