গান: মরুতে মঙ্গল শোভাযাত্রা হবে

follow-upnews
0 0

আমি স্বপ্ন দেখি

মরুতে মঙ্গল শোভাযাত্রা হবে,

স্বপ্ন দেখি

বাদশারা সব বাউল হবে

আমি স্বপ্ন দেখি

তাঁতের শাড়িতে

ওরা স্নিগ্ধ-শুচি হবে,

স্বপ্নে দেখি

মরুতে বাংলা ব্যপ্ত হবে

ধর্মটা হবে রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু

আর লালন ফকির,

ঘরে ঘরে রবে

মুক্ত মানুষের মহাত্মার জিকির।


দিব্যেন্দু দ্বীপ

Next Post

ছোটগল্প: এবং ভালোবাসা ।। হাসনা হেনা

তেজোদীপ্ত ঝলমলে দুপুর, উদাস সময় যেন  জিরুতে বসেছে আশে পাশেই কোথাও! এগুতেই চাচ্ছে না। বাতাসের অহেতুক চেষ্টা চলছে গনগনে রোদের গায়ে হিমি প্রলেপ লেপ্টে দেয়ার। ভ্যাপসা গরম পড়েছে। বেশ ফাঁকা ফাঁকা লাগছে মাহাথীরের ভেতরটা। স্মৃতিরা অদ্ভুত রকমের বুঁদবুঁদ তুলেছে হৃদয় সরোবরে। আকাশের দিকে তাকিয়ে একাই প্রলাপ বকে মাহাথীর, নিজেই জানে […]