অবুঝকে ভালোবাসলে… // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0
পাখিটি আটকে পড়েছিলো কারেন্ট জালে। কোনোভাবেই পা ছাড়িয়ে পাখিটি উড়ে যেতে পারছিলো না। অদূরেই পথ দিয়ে মানুষের যাতায়াত। পাখিটি সহজে কারো চোখে পড়ছিলো না। কেউ কেউ আবার ভ্রুক্ষেপ করছিলো না। হঠাৎ এক দরদী যুবক পাখিটিকে উদ্ধার করে। ছেড়ে দিতে গিয়ে দেখে— পাখিটি দুর্বল হয়ে পড়েছে, ওড়ার শক্তি নেই। যুবক পাখিটিকে আবার হাতে তুলে নেয়। পাখিটিকে কিছু দিন সেবা শ্রশ্রুষা করে, এরপর জঙ্গলে ছেড়ে দিতে চায়। পাখিটির জন্য একটি খাঁচা কিনে আনে। পাখিটিকে খাঁচায় রেখে বিভিন্ন ধরনের খাবার এবং পানি দেয়, কিন্তু পাখিটি কিছু খায় না। পাখিটি শুধু ডানা ঝাপটায়, উড়ে যেতে চায়। পাখিটি এই যুবককে আর তার উদ্ধারকর্তা মনে করে না। মনে করে তাকে বন্দী করা হয়েছে। পাখিটি রাগে ক্ষোভে দুঃখে খাঁচার গ্রিলে মাথা টাকাতে টাকাতে মারা যায়। যুবকটি খুব দুঃখ পায়, চোখ মুছতে মুছতে পাখিটিকে সমাহিত করে আসে। শূন্য খাঁচাটি পড়ে রয়েছে এখনো যুবকের ঘরে।
https://youtu.be/1-kSUhN1wgk?si=ux_Rk6UTD_FUtDQj
Next Post

ফিরে দেখাঃ বসুন্ধরার মালিকের ছেলেকে ধরতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে

বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলাটি ছিলো একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা। ২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির খুন হলে একটি হত্যা মামলা হয়। ওই ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ১২ মে পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিরা হলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান (সানবীর), নূরে আলম, […]
সাব্বির হত্যা