আমার যে নেই স্বর্গ আমার যে নেই জন্ম বারংবার

follow-upnews
0 0

প্রিয়তম,

হৃদয় কষ্টে খুন

তবু বলি ‘ঠিক আছে’

তুমি যাও তার সাথে আজ ।

 

প্রিয়তম, তবু চলে যাচ্ছ!

এ যেন নিশ্চিত মৃত্যু জেনে

মা ডুবে যায়

সন্তানকে ছুড়ে দিয়ে উজানে,

যদি বাঁচে তবু।

 

প্রিয়তম,

তোমার তো বাতাসে বাড়ি,

আমি কি পারতাম না

সেখানে যেতে,

আমারও কি নেই হাওয়ার গাড়ি?

 

প্রিয়তম,

যাযাবর ভালোবাসা

আশ্রয় পায় না কখনো, তবু

আমি তোমাকেই ভালবাসি।

 

ভাবতে পারি না

এই জীবনে আমি তোমায় ছাড়ি!

কোথায় পাব আবার?

আমার যে নেই স্বর্গ,

আমার যে নেই জন্ম বারংবার।


Next Post

মৃত্যুহীন স্পর্শদানে, কন্যা আমার // ফতেমোল্লা (হাসান মাহমুদ)

আপনার রক্তমাংসে গড়া কন্যার বা কন্যা-প্রতিমার চেহারাটা সামনে রেখে পড়ুন— “মৃত্যুহীন স্পর্শদানে, কন্যা আমার” !! —ফতেমোল্লা মাটির ভুবন পরে, মাটির জীবন ভরে, ছন্দে লয়ে খেলা করে – অমূল্যরতন, নিসর্গের লক্ষ তারা, মুগ্ধ চোখে বাক্যহারা, দেখে দেখে হয় সারা – নিসর্গের ধন। রংধনু রং যত, লক্ষ ফুলের মত, ছোট্ট অঙ্গে শত […]