একই সুরে একই লক্ষ্যে

follow-upnews
0 0

চল, মিথ্যা বলি, আজ না হয় একটু বেশি,

চল, কোলাহল ছেড়ে, একটু দূরে আড়ালে;

যাবি? খুঁজে পেতে আমাদের ন্যায্য হাসি।

চল, হিজাব পরে লুকিয়ে, বেলাটা একটু গড়ালে।

এমনভাবে আমি একদিন গিয়েছিলাম সত্যি,

সে এসেছিল সেদিন গেড়ুয়া বসনে, ভয়ে।

এখন সে সাদা মনে সংসারে, সুখে, ধর্মে।

আবার আমি তীর্থে যাব, তাকে ঘুম পাড়িয়ে।

যাচ্ছি অবশেষে, একই সুরে, একই লক্ষ্যে,

তাকিয়ে চারপাশে, পোশাকটা শুধু বদলিয়ে। 


দিব্যেন্দু দ্বীপ

Next Post

“মানুষের বিবর্তন” গ্রন্থ থেকে তৃতীয় কিস্তি

“মানুষের বিবর্তন” একটি স্বতন্ত্র ধাচের বই। এতে জীবনের পঁচিশটি সমস্যা উপস্থাপিত হয়েছে বিশেষ প্রশ্নোত্তর সন্নিবেশে। প্রতিটি সমস্যা উত্থাপিত হয়েছে পাঁচটি প্যারার সমন্বয়ে, এভাবে একশো পঁচিশটি প্যারায় বইটি শেষ হয়েছে। এবারের পর্বে রয়েছে জনসংখ্যা, সম্পদ, স্বাধীনতা এবং মানবাধিকার বিষয়ে আলোচনা।  ১ একজন ব্যক্তির যেমন বিচ্ছিন্নভাবে দায়িত্বহীনভাবে সম্পদশালী থাকা উচিৎ নয় একটি […]