উন্মুক্ত হোক মহাকাশ

follow-upnews
0 0

মানুষেরা এদেশে দ্বিধাদ্বন্দ্বে,
সন্ত্রাসীরা মহানন্দে।

ওরা দেশে থাকে, দাপিয়ে বেড়ায়
পালাতে বিদেশ যায়,
বানের পানি নেমে গেলে
আবার দেশে ফেরে
ফুলের মালা গলায় দিয়ে
আনন্দে ভাসে।

এদেশে
অমানুষদের হাতে ধর্ম
অমানুষদের হাতে মুক্তির গান,
ওরাই আবার দুইয়ে মিলে
সাদা কাপড়ে মহান।

এদেশে মানুষ খুব অল্প,
নতুবা বিপন্ন—

এখানে
আদর্শবাদ আঁকড়ে ধরেছে 
মানুষের বিকাশ—

ছুড়ে ফেলতে হবে এসব,
উন্মুক্ত হোক মহাকাশ।


দিব্যেন্দু দ্বীপ

Next Post

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিনামূল্যে আইনি সহায়তা দিবেন তাঁরা

চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ বা অন্য কারো দায়ের করা মামলায় অথবা পাল্টা মামলায় তাঁদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের ২০ জন আইনজীবী। সোমবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনজীবীরা এ ঘোষণা দেন। আইনজীবীরা জানান, আন্দোলনকারীদের মধ্যে যারা […]
ঢাকা বিশ্ববিদ্যালয়