লালন পদাবলী: সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে

follow-upnews
0 0

সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে।
পাবি রে অমূল্যনিধি বর্তমানে।।

ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু পাবে খাঁটি
মরিলে সব হবে মাটি
ত্বরায় এ ভেদ লও জেনে।।

মলে পাব বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না
বাঁকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে।।

আসসালাতুল মেরাজুল মোমেনিনা
জান গে সেই নামাজের বেনা
বিশ্বাসীদের দেখাশুনা
লালন কয় এই জীবনে।।

Next Post

ত্যাগ করেছে পরিবার, করুণ রসের নাটক দেখছে সমাজ

কচুয়ায় ছেলেটা আজকে আবার সামনে পড়লো। সিদ্ধান্ত নিলাম, কিছু করা দরকার। আশেপাশে অনেক লোক জড়ো, উন্মুক্ত আহ্বান করলাম—কে আমার সাথে ভলান্টিয়ার করতে রাজি আছেন। কেউ আগালো না, এগিয়ে আসলেন একজন নারী অবশেষে। জনৈক ঐ নারীর (ছবিতে ডানে) সহযোগিতায় সাকিলকে বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে ঢোকার মুখে পাওয়া গেলো সাকিলে মাকে (ছবিতে […]
অটিজম