যখন আমি অনেক দূরে

follow-upnews
0 0

আজকাল নিজেকে ভীষণ ব্যর্থ মনে হয়।

সমস্ত সুযোগ আজ অভিযোগ হয়ে গেছে।

আজকাল নিজেকে ভীষণ অভিশপ্ত মনে হয়।

সঞ্চিত পাপগুলো পূণ্যের কাছে নতজানু হয়ে আছে।

আজকাল নিজেকে প্রাক্তন প্রেমিকা মনে হয়।

চলে এসেছি বহুদূরে আমি আজ।

আর যেন ফেরা হবে না কোনোদিন।


অনুপম শেখর

Next Post

শিক্ষার্থীদের প্রশ্নে শিক্ষকরা ফেল!

ছয় বছর বয়সী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্রের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্য কর্তৃপক্ষ। বিবিসির খবরে বলা হয়, রাজ্য গভর্নর নাসির এল রুফাই জানিয়েছেন, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোর মোট শিক্ষকদের দুই-তৃতীয়াংশ, ২১ হজার ৭৮০ জন, শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নির্ধারিত প্রশ্নপত্রের […]
নাইজেরিয়া