Headlines

একই সুরে একই লক্ষ্যে

চল, মিথ্যা বলি, আজ না হয় একটু বেশি,

চল, কোলাহল ছেড়ে, একটু দূরে আড়ালে;

যাবি? খুঁজে পেতে আমাদের ন্যায্য হাসি।

চল, হিজাব পরে লুকিয়ে, বেলাটা একটু গড়ালে।

এমনভাবে আমি একদিন গিয়েছিলাম সত্যি,

সে এসেছিল সেদিন গেড়ুয়া বসনে, ভয়ে।

এখন সে সাদা মনে সংসারে, সুখে, ধর্মে।

আবার আমি তীর্থে যাব, তাকে ঘুম পাড়িয়ে।

যাচ্ছি অবশেষে, একই সুরে, একই লক্ষ্যে,

তাকিয়ে চারপাশে, পোশাকটা শুধু বদলিয়ে। 


দিব্যেন্দু দ্বীপ