Headlines

এক ঈশ্বর এসে করছে এসব

where is god?

আগ্নেয়গিরির বুকের ভেতর

কত আগুন জমা থাকে

অগ্নুৎপাত না হলে জানতে কি তা কোনোদিন?

ভিসুভিয়াস জ্বলেছে বহুবার,

ইতিহাস কি জানো তার?

ছিল ভীষণ দুর্ণিবার!

ছারখার করে দিয়েছিল শহর বন্দর,

মহাসমুদ্র উল্টে দিতে চেয়েছিল!

তোমাদের ধর্মগুলো তখনো জন্মেনি কোনো,

তাই ঈশ্বরও ছিল না এসব;

ভিসুভিয়াস ছিল, মাউন্ট এভারেস্ট ছিল

আর ছিল বেঁচে যাওয়া মানুষেরা।

মানুষ ছিল সন্দেহে, মানুষ ছিল সন্ধানে-

কোথায় এত শক্তির উৎস তবে!

শয়তান এসে থামিয়ে দিল সব;

বলল, “আমি জানি, এক ঈশ্বর এসে করছে এসব।”


দিব্যেন্দু দ্বীপ