এক ঈশ্বর এসে করছে এসব

follow-upnews
0 0

আগ্নেয়গিরির বুকের ভেতর

কত আগুন জমা থাকে

অগ্নুৎপাত না হলে জানতে কি তা কোনোদিন?

ভিসুভিয়াস জ্বলেছে বহুবার,

ইতিহাস কি জানো তার?

ছিল ভীষণ দুর্ণিবার!

ছারখার করে দিয়েছিল শহর বন্দর,

মহাসমুদ্র উল্টে দিতে চেয়েছিল!

তোমাদের ধর্মগুলো তখনো জন্মেনি কোনো,

তাই ঈশ্বরও ছিল না এসব;

ভিসুভিয়াস ছিল, মাউন্ট এভারেস্ট ছিল

আর ছিল বেঁচে যাওয়া মানুষেরা।

মানুষ ছিল সন্দেহে, মানুষ ছিল সন্ধানে-

কোথায় এত শক্তির উৎস তবে!

শয়তান এসে থামিয়ে দিল সব;

বলল, “আমি জানি, এক ঈশ্বর এসে করছে এসব।”


দিব্যেন্দু দ্বীপ

Next Post

ইউনেস্কোর পুরস্কার পাওয়ায় অণুজীব বিজ্ঞানী সমীর সাহাকে অভিনন্দন জানিয়েছে জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশন

অণুজীব বিজ্ঞানে গবেষণার জন্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার (ইউনেস্কো) কার্লোস জে ফিনলে পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের গবেষক সমীর সাহা। পাকিস্তানের অণুজীব বিজ্ঞানী অধ্যাপক শাহিদা হাসনাইনের সঙ্গে যৌথভাবে চলতি বছর এ পুরস্কার পাচ্ছেন তিনি। আগামী ৬ নভেম্বর ইউনেস্কোর সদস্য দেশগুলোর ৩৯তম সাধারণ সভা চলাকালে দুই বিজ্ঞানীর হাতে এই পুরস্কার […]
অনুজীব বিজ্ঞানী সমীর সাহা