এখনও রবীন্দ্রনাথ ।। বলাই দাস

‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইবো না মোর খেয়া তরী এই ঘাটে গো’—আজ বাইশে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মহাপ্রয়াণ দিবস। আজকের দিনে কবিকে কবিতায় স্মরণ করেছেন বলাই দাস।

এখনও রবীন্দ্রনাথ

চেয়েছিলে তুমি জন্ম নিতে কালিদাশের কালেimage_150795

জীবনতরী বইয়ে দিলে মন্দ্রাক্রান্তা তালে।

দার্শনিক কবি, মনুষ্যত্বের চুয়াচন্দন ছোঁয়াও লেখনিতে

বাংলা ভাষার প্রেমানন্দের মৃগনাভি তোমার সিদ্ধহাতে।

এখনো সবার মনের মধ্যে তোমার উজ্জ্বল উপস্থিতি

প্রত্যেক নিভৃত ক্ষণের মত্ততা ছড়ায় যথারীতি।

সাহিত্যের প্রতিটি অঙ্গঁনে তোমার অবাধ বিচরণ

“আলোকের এই ঝর্ণাধারায় ছুঁয়ে দিলে কত মন।

তুমি আমাদের ঋষি কবি, নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ

তব গানের বাণী, সুরের মুর্ছনায় কাটাই দুঃখের রাত।

“অরূপ রতন পাবার আশায়” ডুবলে তুমি রূপ সাগরে

তাইতো আজ তোমার ছবি, সবার ঘরে ঘরে।

তব কর্মের ঋণ, মৃত্যুর শোক ঘুচাই নমস্কারে

হৃদয় আকাশে উঠেছে রবি প্রলয় তুফান ঝড়ে।


বলাই দাস

০১৭৪৯ ২১৭৭৭০