Headlines

ওদের শুধু শান্তিতে মরতে দাও

Blind belief

অন্ধ বিশ্বাস নিয়ে নিঃস্ব ওরা যারা আছে,

ওদের থাকতে দাও নির্বিকারে নিমগ্ন হয়ে।

ওদের উস্কে দিও না জেহাদে।

জ্ঞানী হতেও বলো না ওদের তোমরা।

ওরা বেঁচে নেই কখনো, ওদের শুধু শান্তিতে মরতে দাও।


 

দিব্যেন্দু দ্বীপ