মহাপ্লাবনেও সমুদ্র শান্ত থাকে // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

নদীকে বলেছিলাম,

আমি তোমার মতো,

নদী বলল, আসো;

ভাসিয়ে নিয়ে যাই সব,

মানুষের সম্রাজ্য গড়ি!

নদী হয়ে আমি জেনেছি

সাগর কীভাবে নদীতে ভর করে

লুটে নেয় সভ্যতা!

মহাপ্লাবনেও সমুদ্র শান্ত ছিল!

কারণ, সে জানে

ভেসে আসবে সব তার কাছে

ভয়ার্ত মিছিল হয়ে।

পর্বতও ডুবেছিল সেদিন।

বলতে পারো তবে

সমুদ্র পাড়ে মাথা গুজে ভয়ার্ত সে কে তবে?


দিব্যেন্দু দ্বীপ

Next Post

ঠিক যেন আমার প্রথম যৌবনে পদার্পণ

♥ একটা নতুন জীবন হত তোমায় যদি পেতাম, তোমায় যদি পেতাম আমি ঠিক আকাশ হতাম। চাঁদটা বুকে পেতে নিতাম। ♥ তোমায় যখন প্রথম দেখি, সত্যি আমি চমকে উঠি! সবকিছু যে মানবে আমার, স্পর্দা দেয় অামায় নিয়ম ভাঙবার। ♥ জীবনের যত শূন্যতা তার চেয়ে তুমি ভীষণ বড়, পূর্ণ হতে চাই না […]
ভালোবাসি তোমায়