প্রিয় এক কবি বললেন, “কবিতা
প্রথম ভালোবাসা নয় আপনার।
বোঝা যায়, অবচেতনায় অন্য অগ্রাধিকার,
সেটা কাব্যিক নয়।”
আমি তো প্রকাশ্যেই বলি–
পৃথিবীর আহ্নিক গতিতে আমার প্রবল আপত্তি আছে,
যে অক্ষরেখা ধরে কখনো যাওয়া হয় না
কোনোদিন এক নিলীমার কাছে–
হাজার বছর ধরে হাটতে চাই না আমি,
অন্যরকম ক্লান্তি আমার–
জীবনের ঝুঁকি বিনিয়োগে যে নারী
চেয়েছে পৃথিবীর মোড় ঘুরাবার,
রেখে গেলাম নিরন্তর প্রেম আমার।