কবিতা নয় ।। শেখ বাতেন

follow-upnews
0 0

প্রিয় এক কবি বললেন, “কবিতা

প্রথম ভালোবাসা নয় আপনার।

বোঝা যায়, অবচেতনায় অন্য অগ্রাধিকার,

সেটা কাব্যিক নয়।”

আমি তো প্রকাশ্যেই বলি–

পৃথিবীর আহ্নিক গতিতে আমার প্রবল আপত্তি আছে,

যে অক্ষরেখা ধরে কখনো যাওয়া হয় না

কোনোদিন এক নিলীমার কাছে–

হাজার বছর ধরে হাটতে চাই না আমি,

অন্যরকম ক্লান্তি আমার–

জীবনের ঝুঁকি বিনিয়োগে যে নারী

চেয়েছে পৃথিবীর মোড় ঘুরাবার,

রেখে গেলাম নিরন্তর প্রেম আমার।


Sheikh Baten

Next Post

নিকাব-নামা

হাসান মাহমুদ ইসলাম এক, আল্লাহ এক, কোরান এক, রসুল এক। কিন্তু বিশেষজ্ঞরা অন্ততঃ ৩ রকমের নারী-পোশাককে দাবী করেছেন ইসলামী বলে। (ক) শুধু চোখ খোলা রেখে সারা শরীর আবৃত করা; (খ) চেহারা ও হাতের কব্জি পর্যন্ত খোলা রেখে সারা শরীর আবৃত করা; (গ) সংযত পোশাক, শুধু নামাজ-আজান ইত্যাদি ও গুরুজনের সামনে […]