আমি যখন মৃত্যু নিয়ে ভাবি ।। মায়া এঞ্জেলো

follow-upnews
0 0

আমি যখন মৃত্যু নিয়ে ভাবি

এবং এটা বারে বারে আমায় আতঙ্কিত করে

আমি তখন এই ভেবে শান্ত থাকতে চাই

যে তোমাদের জন্য আবার সকাল হবে

যারা এখনও আছো অদ্ভুত সব মজার মধ্যে।

আমি আমার মৃত্যুটি মেনে নিতে পারি,

কিন্তু আর কারওটি নয়।

আমি এটা ভাবতে পারি না

কোনো বন্ধু বা আত্মীয়ের চীর বিদায়।

অবিশ্বাস এবং ক্রোধে আমি ফুঁসতে থাকি।

আমি উত্তর খুঁজি,

মৃত্যু, কোথায় তোমার সে বিদ্ধকারী হুল?

সেটা এখন এখানে— আমার হৃদয়ে, মনে এবং মস্তিষ্কে। 


মূল: মায়া এঞ্জেলো

Next Post

এখনও সে সময়টা আসেনি ।। অনুপম শেখর

এখনও সে সময়টা আসেনি। অপেক্ষা করে আছি যেন বদ্ধভূমীর শকুনের মত। এখনও সে সময়টা আসেনি। সেই সময়টা এখনও আসেনি, যে সময়টা আমার নিজের একান্ত ব্যক্তিগত। দিন আসে দিন যায়। রাত আসে ভোর হয়। এভাবেই কেটে গেছে প্রায় আড়াইটা যুগ। একই সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে পৃথিবী। দিনেদিনে তার কতটা বদলেছে রূপ! […]