বিক্ষুব্ধ শোঁকগাথা // শাহিদা সুলতানা

follow-upnews
0 0

 


কোনো কোনো সকাল যদিও মেঘশূন্য

আকাশ বৃষ্টি বিহীন 

শীতের কুয়াশা নেই

নেই গ্রহণের তিথি

প্রকৃতিতে নেই কোনো ঝড়ের তাণ্ডব

তবু এক অতর্কিত অন্ধকারে

ডুবে যায় সমস্ত আলোর ময়দান।

তুমি একে বলেছিলে ‘নিদারুণ দুঃসময়’- 

প্রমত্ত পদ্মায় তোমাদের পারাপারী নৌকা থিতু হলে

তাই রক্তের দাগ মুছে দিয়ে তোমরা দেয়ালে সাজাও

বিলাসী বেশভূষা,

জীবনের আয়োজনে শোকের সঙ্গীত রেখে

গ্রামোফোনে জুড়ে দাও

প্রেমের কমলাগীতি।

 

কোনো কোনো ভোর এমনই অন্ধকার

অতর্কিতে থেমে যায়

রাত জাগা পাখিদের অকারণ ভোরের কোলাহল-

ঘাপটি মারা পরাস্ত অজগর

পেঁচিয়ে পেঁচিয়ে

পাহাড়ের শরীর বেয়ে নেমে আসে আততায়ী লাভা হয়ে

গড়িয়ে যাওয়া পূণ্য রক্তপ্লাবন ঢেকে দিয়ে

জ্বালিয়ে,পুড়িয়ে গলিয়ে দেয় মোমের শুভ্র শরীর।

তুমি একে অসময় বল-

বল ‌‌”দারুন কষ্টের!”

তাই তপ্ত লাভার নদী শুকিয়ে নুড়ি হলে

ছড়িয়ে ছড়িয়ে দাও 

তোমাদের রাঙ্গানো মাটির পথে পথে

ভুলে যাও বারুদের ঘ্রাণ, শোণিতের রঙ,

পরাজিত শকুনের হাঙ্গুরে কামড়।

 

কোনো কোনো অন্ধকারের রেশ কাটে না কোনো দিন 

শতাব্দীর পর শতাব্দী পেরোলেও-

এক জোড়া ভারী বুট পায়ে 

আমারও ইচ্ছে করে

অন্ধকার তাড়িয়ে বেড়াই

অবিরাম-

তোমাদের গোপন তৃপ্তির তপোবনে।


শাহিদা সুলতানা Shahida Sultana

 

Next Post

পিসি কলেজে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী শতবর্ষী বাগেরহাটের সরকারি পিসি কলেজে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। ১৪আগষ্ট ২০১৮-এ হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা, হামদা এ খোদা, নাত এ রাসুল (সা), রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর জীবনী […]
Bagerhat