দ্বিতীয় সূর্য ।। ‘এক বিষণ্ণ রোববারে’ কাব্যগ্রন্থ হতে

follow-upnews
0 0

তীব্র অনাচারী রাত

সরে যায়

যে ঐশী ইশারায়,

সেই দ্বিতীয় সূর্য

ঘুচিয়েছে

অন্তহীন অপেক্ষার কাল?

 

ব্রহ্মাণ্ডের অন্ধকারে

দ্বিধাহীন

আলোর তলোয়ার

নেচে নেচে ভরিয়েছে

মৃতদের অাঁধার আবাস।

 

গোর খাদকের অভিশাপে

পৃথিবীতে ঝরবে না

একটিও পাতা

আর অকাল প্রয়াণে।


শাহিদ সুলতানা    শাহিদা সূলতানা

Next Post

ইন্দোনেশিয়ার দুটো বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো মুখঢাকা বোরখা

সৌদি অারবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে মুখঢাকা বোরখা ইসলামি রীতিনীতির অংশ। তবে দক্ষিণ এশিয়ার অনেক দেশে বোরখা ঐতিহ্যের অংশ নয়। তবে চেপে বসা এবং আমাদানীকৃত ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে বোরখা পরিধান করে থাকে অনেকে। তবে এবার বৃহত্তর মুসলিম দেশ ইন্দোনেশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হয়েছে মুখঢাকা বোরখা—বিষয়টিকে দৃষ্টান্ত হিসেবে দেখছে মুক্ত বিশ্বের স্বপ্ন […]