কী বলে ডাকি তাকে? // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

সাগরকে বললাম সাগর,
কয়েক শো মাইল পেরিয়ে
লোকালয়ে এসে বললাম,
সাগর,
সাগর রেগে কয়,
“আমি তো নদী!”
গ্রামের পাশ দিয়ে
বয়ে যেতে দেখে বললাম,
নদী,
নদী রেগে কয়,
“আমি তো খাল!”
এরপর আবার ফিরে গেলাম,
গিয়ে বললাম,
পানি,
সাগর শুধু তাকিয়ে রয়,
নদীও চুপ,
খালেরও সেই একই রূপ।

Next Post

দিব্যেন্দু দ্বীপ-এর মধ্য রাতের বোধোদয়

১ তোমাকে যে চায় সে নতুন, ক্ষণে ক্ষণে একেক আমি, প্রেমটুকু শুধু সত্য, মানুষ মিথ্যা। ২ সবটুকু আলোর বিনিময়ে তবু আমি তোমাকে চাই। ৩ উল্কাপিণ্ডের মতো হঠাৎ এসে প্রাত্যহিক আলোটুকু নিভিয়ে চলে গেল সে। ৪ আকাশে যেমন চাঁদ ওঠে না, কাউকে তেমন ভালবাসাও যায় না। তবু চারিদিকে কত জ্যোৎস্ন, কত […]