আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে

follow-upnews
0 0

আমরা       সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে–

              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।

আমরা       যা খুশি তাই করি,   তবু   তাঁর খুশিতেই চরি,

আমরা       নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে–

              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।

রাজা         সবারে দেন মান,    সে মান    আপনি ফিরে পান,

মোদের      খাটো ক’রে রাখে নি কেউ কোনো অসত্যে–

              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?

আমরা       চলব আপন মতে,    শেষে     মিলব তাঁরি পথে,

মোরা        মরব না কেউ বিফলতার বিষম আবর্তে–

              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।

Next Post

দহন // অনুপ কুমার দাস

    ইউরোপের কোনো সম্ভ্রান্ত পরিবারে জন্ম হতে পারত  আমার। হতে পারত  সোমালিয়ার কোনো গৃহহীন নর-নারী আমার মানব জনমের জন্য দায়ী। জানি না, কোন পাপ পূণ্যের বিচারে ভাগ্য-বিধাতা এ জনমে আমাকে আনলেন এক মধ্যবিত্তের ঘরে। পারি না চন্দ্রালোকে পাড়ি জমাতে, না পারি এখন মুখ লুকাতে। চাওয়া কিছু যে পূর্ণ করতে […]
Anup Kumar Das Masni