“পৃথিবী শেষ হয়ে গিয়েছে” -যে গান শুনে আত্মহত্যা করেছিলেন শতাধিক মানুষ

follow-upnews
0 0

এখন শরৎকাল, পাতাগুলো ঝরে পড়ছে

পৃথিবী হতে ভালোবাসা সব নিঃশ্বেষ হয়েছে

বাতাস কান্নার সকরুণ সুর ভাসিয়ে নিয়ে আসছে

আমার হৃদয় আর কোনো নতুন বসন্তের আশা করে না

আমার সকল কান্না, দুঃখ-কষ্ট নিস্ফল এখন

মানুষ হৃদয়হীন, লোভী এবং দুশ্চরিত্র

ভালোবাসা মরে গেছে

পৃথিবী শেষ হতে চলেছে, প্রত্যাশার আর কোনো অর্থ নেই

শহরগুলো ধ্বংস হচ্ছে, অস্ত্রের শব্দ সুর হয়েছে

বিস্তীর্ণ সবুজ প্রান্তর মানুষের রক্তে লাল হয়েছে

পথেঘাটে সবখানে ছড়িয়ে আছে মানুষের মৃতদেহ

নীরবে আমি একটি প্রার্থনা করতে চাই

মানুষ পাপী, প্রভু, তারা ভুল করছে—

পৃথিবী শেষ হয়ে গিয়েছে!


মূল: Rezső Seress, গানটি ‘হাঙ্গেরিয়ান সুইসাইড সং’ নামেও পরিচিত।

অনুবাদ: দিব্যেন্দু দ্বীপ

গানটি সম্মন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

Next Post

নাফ নদী থেকে এ পর্যন্ত ৪৬ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় বুধবার প্রথম ৪ নারী-শিশুর লাশ পাওয়া যায় সীমান্তবর্তী ওই নদীতে। এরপর বৃহস্পতিবার উদ্ধার করা হয় ১৯ জনের লাশ। শুক্রবার পাওয়া গেল আরও ২৩ লাশ। সব মিলিয়ে এ পর্যন্ত লাশের সংখ্যা দাড়িয়েছে ৪৬ জনে। নাফ নদীতে ভাসতে থাকা অবস্থায় স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা […]
Rohinga