চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না

follow-upnews
0 0


চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না।

সংসারগহনে নির্ভয়নির্ভর, নির্জনসজনে সঙ্গে রহো ॥

অধনের হও ধন, অনাথের নাথ হও হে, অবলের বল।

জরাভারাতুরে নবীন করো ওহো সুধাসাগর ॥

 

Next Post

পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ এবং জাতীয় নাগরিক কমিশন

শাহরিয়ার কবির* ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা প্রায় দু’শ’ বছর শাসনের পর ১৯৪৭ সালে বিদায় নেয়ার আগে ভারত ভেঙ্গে ধর্মের নামে পাকিস্তান নামক একটি কৃত্রিম ও সাম্প্রদায়িক রাষ্ট্র সৃষ্টি করেছিল। ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন-পীড়ন-শোষণের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে খণ্ড খণ্ড বিদ্রোহ হয়েছে, আন্দোলন ও সংগ্রাম হয়েছেÑ যার ভেতর উল্লেখযোগ্য ছিল ১৮৫৭ […]