চরণ ধরিতে দিয়ো গো আমারে—

follow-upnews
0 0

চরণ ধরিতে দিয়ো গো আমারে— 

            নিয়ো না, নিয়ো না সরায়ে।

          জীবন মরণ সুখ দুখ দিয়ে

            বক্ষে ধরিব জড়ায়ে।

          স্খলিত শিথিল কামনার ভার

          বহিয়া বহিয়া ফিরি কত আর— 

          নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,

               ফেলো না আমারে জড়ায়ে।

          বিকায়ে বিকায়ে দীন আপনারে

          পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে— 

          তোমার করিয়া নিয়ো গো আমারে

               বরণের মালা পরায়ে।।


রচনাকাল (বঙ্গাব্দ): ৩ জ্যৈষ্ঠ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯১৪

Next Post

“এভাবেই ঠিক পয়গম্বর হয়”

এভাবেই ঠিক পয়গম্বর হয়, শুধু ভালোবাসায় নয়, অস্ত্রের মুখেও! ’৭১ এও ‘৭’ আছে ‘৭০০’ হতে তা কতক্ষণ? হোক না এবার, বারংবার; সভ্যতার প্রয়োজনে, নিষেধাজ্ঞা ভেঙ্গে। সংবিধানও শাস্ত্র হয়, হয়নি? হয় না শেষ কারো ঘোষণায়। হোক না আবার, বারংবার। দিব্যেন্দু দ্বীপ
পয়গম্বর