Headlines

ঠিক নেই কিচ্ছু ঠিক নেই

প্রিয়তম,

ভেবেছ কি কোনোদিন

প্রতিটি ‘না’ কতগুলো শক্তিশালী

‘হ্যাঁ’ দিয়ে তৈরি?

আমি বলি ‘না’ …

তুমি মুখ অন্ধকার করে বল

ঠিক আছে!

কেন বল ‘ঠিক আছে’?

ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই,

তুমি ঠিক নেই, আমি ঠিক নেই।

এভাবে কি হয়?

জয় নয়, প্রেম মানে

আমাতে তোমার পরাজয়।

আমি তো পিছাই,

তাই বলে কি অবিরাম?

প্রেমের দেয়ালে গিয়ে ঠিকই আটকাই।

তুমি বলো ‘ঠিক আছে’!

কেন বলো?

কেন আসো না পিছে পিছে

লুকিয়ে ভয়ে ভয়ে?

ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই।

তুমি ঠিক নেই, আমি ঠিক নেই।