Headlines

ঠিক যেন আমার প্রথম যৌবনে পদার্পণ

ভালোবাসি তোমায়
একটা নতুন জীবন হত তোমায় যদি পেতাম,
তোমায় যদি পেতাম আমি ঠিক আকাশ হতাম।
চাঁদটা বুকে পেতে নিতাম।
তোমায় যখন প্রথম দেখি,
সত্যি আমি চমকে উঠি!
সবকিছু যে মানবে আমার,
স্পর্দা দেয় অামায় নিয়ম ভাঙবার।
জীবনের যত শূন্যতা তার চেয়ে তুমি ভীষণ বড়,
পূর্ণ হতে চাই না সবই,
তোমায় একটু যদি পাই কখনই!
শুনতে পাই অনিয়মিত হৃদ স্পন্দন,
ঠিক যেন আমার প্রথম যৌবনে পদার্পণ!
তোমাকে চাই!
বিজলি হলেও,
ভীষণ অন্ধকারে তবু তো তা কিছু আলো।
নিয়ে যাও আমায়
খাঁচা খুলে মুক্ত করে।
তোমার আচলে লুকাও।
পৃথিবীটাকে অন্ধ করে রাখ।
বৃষ্টি হয়ে ঝরো,
বেঁচে উঠি আমি আবার।
দিতে পারো তা
সোনার কাঠি রুপোর কাঠির জাদুতে
যা কিছু রাখা আছে হৃদয় গহীনে তোমার?
আবার আমি হাসতে চাই,
তোমায় ভালোবাসতে চাই।
রাত দুপুরে আসতে চাই,
তোমায় ভালোবাসতে চাই।

কবি নাম প্রকাশে অনিচ্ছুক।