তাই যদি হয়

follow-upnews
0 0
তাই যদি হয়,
তাই যদি সত্যি হয়,
তাহলে এই পৃথিবীতে
কাউকেই দরকার নেই।
কাউকে না।
শ্রমিকের আবার বন্ধু কীসের?
শ্রমিকের আবার বার্ধক্য কীসের?
মরে যাব,
মরে যাব শেষ দিনের
পাওনাটুকু মালিকের কাছে রেখে।
কত জীবন অকালে গিয়েছে ঝরে এসব দেখে।
তাই যদি সত্যি হয়
তাহলে এই পৃথিবীতে কাউকে দরকার নেই।
শ্রমিকের আবার আত্মীয় কীসের?
শ্রমিকের আবার প্রিয়তমা কীসের?
মরে যাব ভালোবাসাটুকু পাওনা রেখে।
কত প্রেমিক গিয়েছে অকালে মরে এসব দেখে!
Next Post

কভিড-১৯ এবং আমার বেঁচে ফেরা

আমি ফরিদুপুর যাই ১৬ তারিখ (১৬ মার্চ ২০২১)। ঈশপকে একটা স্কুলে ভর্তি করে ঈশপ এবং ঈশপের মা’কে আবাসিক থাকার ব্যবস্থা করব, আমি একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং একটা স্মরণিকা বের করব। এরপর বাগেরহাট যাব। উঠেছি সাজ্জাদ ভাই এবং বীনা ভাবীদের বাসায়। স্মরণিকার কাজটা করছি, ২০ তারিখ পর্যন্ত আমি নির্বিঘ্নে কাজ […]
কভিড-১৯ পজেটিভ