তবু বাঁচি -সালেহা লিপি

follow-upnews
0 0

স্বপ্ন আঁকা দূর নীলিমায়
অবাধ রঙের সীমায়
সাঁতার কাটে শৈশব হায়
কৈশোরও যে গুটি গুটি পায়
ডাকে আমায়।
আছি পড়ে মধ্য ভিটায়
চিড়া-চ্যাপ্টা জোয়ার-ভাটায়
জীবন-ঘুড়ির মনের লাটাই
ছিঁড়ে গেছে অষ্ট আনাই
তবু বাঁচি স্বপ্ন বানাই
নীল আকাশের ঐ সীমানায়।


সালেহা লিপি

Next Post

গুরুত্বপূর্ণ ১৫০টি প্রবাদ বাক্য ।। ইংরেজি এবং বাংলা

১. অভাবে সভাব নষ্ট— Necessity knows no law. ২. অতি চালাকের গলায় দড়ি— Too much cunning overreaches itself. ৩. অতি লোভা তাতি নষ্ট— To kill the goose that lays golden eggs./ All covet, all lost. ৪. অতি ভক্তি চোরের লক্ষন— Too much courtesy, full of craft. ৫. অধিক সন্ন্যাসীতে গাজন […]