নদী -হাসনা হেনা

follow-upnews
0 0

অগাধ স্বপ্নে ছাওয়া দুই তীর
অতৃপ্ত বাসনা নিয়ে বহে ধীর,
সুগভীর রহস্যময় তোর জল
যায়না কখনও পাওয়া অতল।

ললাট ছুঁয়ে উদিত সূর্যের আভায়
নিত্য উজান ভাটির আসা যাওয়ায়।
সুখে দুঃখে ষড়ঋতুর আবর্তনে
মানবের সাথে সখ্যতা তোর বেশ
তোর সাথে মিশে আছে চিরন্তন আবেশ।

তোর পুলকপূর্ণ তনু ঢল ঢল জল বলয়
স্বপ্ন শান্তিময় সমুদ্রের বুকে খুঁজে চির আশ্রয়।
মধু ছন্দে মহা আনন্দে ,শূন্যে উড়ায়ে পাল
মাঝি চলে ভাটির দেশে , শক্তহাতে ধরে হাল।
অদ্ভুত সুরে মাঝির ঠোঁটে ভাটিয়ালি গান
কখনও উদাসী কখনও প্রফুল্ল চঞ্চল প্রাণ ।

নদী তুই কখনও শ্রান্ত করুনার ধারা
কখনও উত্তাপে পাগলপারা,
তুই কখনও সৃষ্টিতে কখনও বিনাশে
কখনও ভাঙনে করিস সর্বহারা ।

 

হাসনা হেনা

Next Post

স্বার্থান্ধ ভালোবাসা -ঋতা জিয়াসমিন

নিজের স্বরূপকে খুব কাছ থেকে চিনে একটা প্রশ্ন বড় নাড়া দেয় মনে মানুষ কি সত্যিই পারে মহৎ হতে?নাকি মহত্ত্বের মুখোশে উদারতার অভিনয় শুধু করে? একদিন নিজেরই হাতে বুকের আগল খুলে পোষা পাখিটাকে দিয়েছিলাম মুক্তি বিশাল আকাশে ত্যাগের গৌরবে আর অহংকারে সেদিন সেজেছিল মন বিজয়িনীর হাসিতে ঢেকেছিলাম আমি হারানোর সে ক্ষণ। […]