নবতর আশা -মোঃ আবু সাঈদ

follow-upnews
0 0

Aub Sayed


মাগো আমার পুড়েছে ঐ জায়গাটা
যে জায়গাটা সবার সচরাচর
পুড়ে দগদগে হয় না।
আমার ঠিক ঐ, ঐখানটাতে পুড়ে
এমন দগদগে হয়েছে
সত্যি বলছি মা তুমি
সইতে পারবে না।
নীলিমা যেন সেই ক্ষতটাকে
সারানোর জন্য
কেবল চেষ্টার পর চেষ্টা
করে চলেছে অবিরত।
মাগো মা তুমি চোখের জল
মুছে ফেল।
ও চোখে তুমি নিয়ে এসো
শিবের অগ্নি স্ফুলিঙ্গ।
জ্বলে পুড়ে খাক করে দাও
সমস্ত চরাচর।
তারপর সেখানে নবরূপে
উত্থিত হোক, নবভাবে জেগে উঠুক
নব পুষ্প।

Next Post

চিনির মূল্য শতকরা পঁচিশ ভাগ বৃদ্ধি পেলে চিনির খরচ কত ভাগ কমালে ব্যয় অপরিবর্তীত থাকবে?

এরকম অংক প্রায়ই পরীক্ষা আসে এবং এই একটি অংকই আসে: যেমন, প্রশ্ন: চিনির মূল্য শতকরা পঁচিশ ভাগ বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কতভাগ কমালে খরচ অপরিবর্তীত থাকবে? চিনি বলে আসুক আর চাল বলে আসুক, এই একটি অংকই পরীক্ষায় আসে। উত্তর: ২০%। যেভাবে এ ধরনের অংক সহজে করা যায়। চিনি জায়গায় […]