Headlines

প্রকৃতি ফিরে পাচ্ছে তার সজীবতা // অসীম বিশ্বাস মিলন

চিতলমারী

কক্সবাজার সমুদ্রসৈকতে আনন্দে খেলিছে ডলপিন

নেই আর ঘোলা জল; শুধুই চকচকে স্ফটিক নীল।

নিউইয়র্কের আকাশে পরিষ্কার সাদা সাদা মেঘ

টেমস-ভেনিস নদীতে ক্রীড়ায়রত অপূর্ব রাজহংস

কোলকাতা নগরী নিশ্চুপ; যেন সেই তীলোত্তমা।

আমাজনে নাচিছে ছোট-বড় সব তৃণ-বৃক্ষরাজি

ইসরাইল, জম্বু-কাশ্মীর, আমেরিকা আজ নিশ্চুপ!

ইরাক, ইরান, জার্মানি এবং চায়নার নেই বাহাদুরি

ঢাকা শহর ধুলা-বালিহীন শান্ত; সীসামুক্ত বাতাস

পৃথিবীর সমস্ত বাতাস আজ সত্যি বিশুদ্ধ-বিমল

পাখি ডাকে ভোরে, দুপুরে, সন্ধ্যায়; কী আনন্দ তাদের!

সুন্দরবন বিপদমুক্ত অভয়ারণ্য, নদীর জল শান্ত অনন্য

গাছে গাছে সবুজ পাতা, শব্দহীন ধরার চারিধার

কালো ধোঁয়াহীন নীলাকাশ, বার্তি কার্বনডাইঅক্সাইড নেই

বাস, ট্রেন, জাহাজ, উড়োজাহাজ আজ সবই বন্ধ

চাপ-অত্যাচারহীন পৃথিবী পাচ্ছে তার কোমল সজীবতা

সবুজ ঘাস, গাছে গাছে ফুল বাহ্ কী অপূর্ব শোভা!

যদিও ফ্রান্স-আমেরিকা-ইতালিতে মৃত্যুর মিছিল!

মানুষের মনে মহা-আতঙ্ক! তবে মৃত্যুই কি পরিশেষ?