‘প্রেম’ -দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

Loving couple holdind on the hands and sunset

ও চমকে উঠল। বলে, শাখা-সিঁদুরের প্রশ্ন কেন আসছে? বললাম, যে কারণে তুমি এতক্ষণ বোরখা পরেছিলে ঠিক একই কারণে এখন শাখা-সিঁদুর পরতে হবে। ও না বুঝে হকচকাল। বুঝিয়ে বললাম। শাঁখারী বাজার গিয়ে এক জোড়া শাখা কিনে ও সিুঁদর পরে নিল। খোঁচা দিয়ে বললাম, এবার আর কেউ সন্দেহ করবে না। স্ত্রী বলার আগেই সিম্বল দেখে বুঝে নেবে। লঞ্চে কেবিন আগেই বুক করা ছিল, উঠে পড়লাম।

[অনুগল্পগ্রন্থ ‘সীমালঙ্ঘন’ থেকে সংগৃহীত]

Next Post

‘তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সভা যশোরে করতে না দেবার সিদ্ধান্ত অগণতান্ত্রিক, প্রশাসনিক স্বেচ্ছাচারিতার শামিল’ -কমরেড মুবিনুল হায়দার চৌধুরী

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে বলেন, “সুন্দরবনবিনাশী কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ১০ থেকে ১৩ মার্চ পর্যন্ত সুন্দরবন অভিমুখী জনযাত্রা আজ ১২ মার্চ শুক্রবার সন্ধ্যায় যশোর পৌঁছে মিছিল ও সমাবেশ করার কথা ছিল। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন সেই মিছিল-সমাবেশের অনুমতি […]