বন্দিশালা

follow-upnews
0 0

এ বন্দিশালায় কত বাবর বৈরাগী হলো!

নটবরের যত নাটক সবই হয়েছে এ বন্দিশালায়

তুমি আজ ভগবান এ তোমার আর নতুন কী ভান?

এসবই করে রাবণ, এসবই করে রাম

এ হলো সব গল্পের শেষ অঙ্ক,

এখানে রামের চিতাও জ্বলে, রাবণের চিতাও জ্বলে। 

বৃদ্ধের ঈশ্বর, যুবকের ঐশ্বরিয়া

সে যুগের লীলা কীর্তনে রাই দুর্লভ, এ যুগের চলচ্চিত্রে কারিনা কল্পতরু

এ বন্দিশালায় আসে কৃষ্ণ, এ বন্দিশালায় আসে কংস

এ বন্দিশালায় আসে শিব, এ বন্দিশালায় আসে শয়তান

এ বন্দিশালায় আসে মুয়াজ্জিন, এ বন্দিশালায় আসে মহারাজ

এ বন্দিশালায় সকল মানুষের গল্প

কোরান-ত্রিপিঠক-বাইবেল-বেদ,

এ বন্দিশালায় বসে পাঠ করে বিষ্ণু, পাঠ করে বুদ্ধ, পাঠ করে যিশু, পাঠ করে হযরত

এ বন্দিশালায় হয় মানুষের রোজ কেয়ামত


– কাঠ ঠোকরা

 

Next Post

কাঠ ঠোকরা

  কোথায় যেন একটা কাঠ ঠোকরা ঠক ঠক করে ঠোকর মারছে দিনরাত একটু থামে আবার ঠক ঠক ঠক … দৃষ্টিতে কিছুতেই ধরা পড়ে না। ঠোঁট উঠতেই ঠক ঠক ঠুকরিয়ে চলেছে … ঠোকরে ঠোকরে শাল সেগুনও সে চূর্ণবিচূর্ণ করে। দিব্যেন্দু দ্বীপ