জয় বাংলা! -হাসান মাহমুদ

follow-upnews
0 0

%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6
আমি গ্রাম-বাংলার গর্বিত সন্তান! আমাদের মাতৃভূমি একটা বাগান। আজ দেশ সমস্যাসংকুল কিন্তু তাকান শেকড়ের দিকে, তাকান ভবিষ্যতের দিকে। এই প্রাকৃতিক আইন ভাঙার সাধ্য কারো নেই।

 

বাগান হোক না শত, ঝড়ে ক্ষত বিক্ষত –
নামহীন কোনো ফুল ফুটবেই,
দূর দুরান্ত থেকে, যুগ যুগান্ত থেকে –
কলিতে অলিরা এসে জুটবেই!

তীক্ষ্ণ খরার পরে, খালবিল নদী ভরে –
উত্তাল জল ছল ছলবেই,
ক্ষুদ্র মরণ শেষে, রুদ্র জীবন এসে –
জীবনের রূপকথা বলবেই !

হোক পথ দু:সহ, দুর্গম ভয়াবহ –
দু’এক পথিক পথ চলবেই,
বোধের বন্ধদ্বারে, নিকষ অন্ধকারে –
বিদ্রোহী কিছু দীপ জ্বলবেই !!

মাভৈ !! জয় বাংলা !!!!

Next Post

জুতা উৎপাদনে তালিকায় অষ্টম অবস্থানে বাংলাদেশ

বৈশ্বিক জুতার বাজার প্রায় ২২৫ বিলিয়ন ডলারের। বছরে প্রায় দেড় হাজার কোটি জোড়া জুতা উৎপাদন করে এ বাজারের শীর্ষস্থানে রয়েছে চীন। তবে পিছিয়ে নেই বাংলাদেশও। গত জুনে প্রকাশিত ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০১৬-এর তথ্য অনুযায়ী, ৩৫ কোটি জোড়ার বেশি জুতা উৎপাদন করে বাংলাদেশ রয়েছে তালিকার অষ্টম স্থানে। পর্তুগালভিত্তিক জুতা প্রস্তুতকারকদের সংগঠন […]