নিষিদ্ধ হচ্ছে মন্দিরে বলিপ্রথা

follow-upnews
0 0

ভারতের কোচবিহার জেলার ২২টি মন্দিরে এবার বলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে  কোচবিহার দেবত্বর ট্রাস্ট৷ কোচবিহার মদন মোহন মন্দিরে দেবত্বর ট্রাস্ট বোর্ডের দফতরে অ্যানিম্যাল ওয়েল ফেয়ার বোর্ড, দেবত্বর ট্রাস্ট বোর্ডের পুরোহিত ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানান কোচবিহার দেবত্বর ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলা শাসক পি উলগানাথন। ট্রাস্টের অধীনে ২২টি মন্দিরে বলি বন্ধের পাশাপাশি, ট্রাস্টের একটি মসজিদেও কুরবানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান শাসক৷

কোচবিহারে মহারাজাদের সময় থেকে বিভিন্ন পুজোতে বলি প্রথার প্রচলন রয়েছে। রাজ শাসনের মহারাজাদের পিষ্টপোষকতায় চলা বিভিন্ন মন্দির ও একটি মসজিদকে দেবত্বর ট্রাস্ট বোর্ডের অধীনে নিয়ে আসা হয়। এই বোর্ড রাজ্য পর্যটন দফতরের অধীন। দীর্ঘদিন থেকে প্রথা মেনে এই মন্দিরগুলিতে পশু বলি হয়ে আসছিল। অবশেষে, সেই প্রথার ছেদ পড়তে চলেছে।

কয়েক বছর আগে সুপ্রিম কোর্ট ধর্মীয়-ক্ষত্রে পশু বলি নিষিদ্ধ করার নির্দেশ দেয়৷ এরপর থেকেই বিভিন্ন পশু-প্রেমী বিভিন্ন সংগঠন বলি প্রথার বিরুদ্ধে সরব হয়ে আসছিলেন। এদিন জেলা শাসক জানান, বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সূত্র: kolkata24x7

Next Post

জয় বাংলা! -হাসান মাহমুদ

আমি গ্রাম-বাংলার গর্বিত সন্তান! আমাদের মাতৃভূমি একটা বাগান। আজ দেশ সমস্যাসংকুল কিন্তু তাকান শেকড়ের দিকে, তাকান ভবিষ্যতের দিকে। এই প্রাকৃতিক আইন ভাঙার সাধ্য কারো নেই।   বাগান হোক না শত, ঝড়ে ক্ষত বিক্ষত – নামহীন কোনো ফুল ফুটবেই, দূর দুরান্ত থেকে, যুগ যুগান্ত থেকে – কলিতে অলিরা এসে জুটবেই! তীক্ষ্ণ […]