রবী
উদিল যে রবী, এই বিশ্ব গগনে
পঁচিশে বৈশাখ শ্রী দেবেন্দ্র নন্দনে,
নোবেলজয়ী হলে তুমি প্রকাশিয়ে গীতাঞ্জলী
নমি তোমারে শ্রদ্ধাভরে করপুটে অঞ্জলী।
চেয়েছ স্বাধীনতা চেয়েছ বিশ্বশান্তি
করেছ নিজকর্ম দেহে নেই ক্লান্তি,
বিশ্বসাহিত্যের মহাসচিব বাড়ায়েছ তব হাত
আমরা কিন্তু ভুলিনি তোমায়, আজও রবীন্দ্রনাথ।
আকাশ জুড়ে মেঘ করিল, হঠাৎ কাঁদল কেন মন?
ওরে! ডুবিল যে রবী বিশ্ব গগনে বাইশে শ্রাবন।