Headlines

বাঁচা মরা ।। খালেদ মুহিউদ্দীন

ইনডেপেনডেন্ট টেলিভিশন

বেঁচে থাকাটা যেন কিরকম। লোভ
তাপ আর ঘিনঘিনে। যুদ্ধ নিয়ে
যুদ্ধ, শান্তি নিয়ে বিশ্বযুদ্ধ।
সবে নিয়ম চায়, তার নিয়ম শুধু।
তার জমিতে কেউ হাল, বাকিরা চাষ
আগাছা বাছতে হবে, আইল অটুট।
শিখেছে না শিখিতে। আঁধারেই আলো
কাকে যেন বাঁচায়। কে যেন মরে যায়।

কয়েকবার মরেছে কালও মরবে
বাহাদুরের বাদুরের আর ইঁদুর।
খুব দুখী হোক, ছিল বেশ ভাল লোক।
থামলে থামুক খেলনা গ্রহ। শেষ
ট্রেন তিনি। অতএব স্টেশন
ভাঙো, স্লিপার ভরে ফেলো কফিনে।

খালেদ মুহিউদ্দীন