বোধোদয় ।। দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

এখন বোধহয় যেতে হবে;

কোনো এক নির্জনপুরে।

এখানে এখন আমার

রাতজাগা ঘুম ভেঙে যায়

ক্লান্ত দুপুরে।

আসে ওরা নির্বিবাদী সুখচাতুরে,

সকল ভুলে হিসেব করে

জীবন সাজায় স্তরে স্তরে।

সমতার প্রয়োজনে সংগ্রামে

ঘুম ভেঙে যেত যাদের

তারা বাংলা ছেড়েছে আগে।

তোমারও কি এখন

আমার মতো এমন লাগে?


দিব্যেন্দু দ্বীপ 

Next Post

রবীন্দ্রনাথের গান: জীবনমরণের সীমানা ছাড়ায়ে ...

জীবনমরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে ॥ এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাসন আলোতে ঢাকা সে, গভীর কী আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে ॥ নীরব নিশি তব চরণ নিছায়ে আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে। আজি এ কোন্‌ গান নিখিল প্লাবিয়া তোমার বীণা হতে আসিল নাবিয়া! […]
রবীন্দ্রনাথ