তুমি কি সত্যি সত্যি চেয়েছিলে ভালোবাসা !

follow-upnews
0 0

জাকিয়া এস আরা

কবিতা লেখেন। পেশায় শিক্ষক। পড়াশুনা করেছেন অর্থনীতি বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

প্রকাশিত কাব্যগ্রন্থ : জীবন ঝুলে আছে;

গল্পগ্রন্থ : নীতুর মুক্তিযুদ্ধ;

প্রকাশিতব্য কাব্যগ্রন্থ : সেমন্তির চোখ।

তিনি স্মৃতি হাতড়ে চমৎকার একটি কবিতা তিনি তুলে এনেছেন। ফলোআপনিউজ.কম এর পাঠকদের জন্য পরিবেশিত হল।

“১৯৯৪ এর লেখা, একটা দৈনিকের ঈদসংখ্যায় ছাপানো। আমার স্বামী ১৪ বছর আগে চলে গেছেন, আমি কোয়ার্টার ছাড়ার সময় দেখি, উনি আমার আর আমার মেয়ের ছাপানো লেখাগুলো একটা ফাইলে বন্দি করে রেখেছেন ! অনেকে ভালোবাসার কথা বলে না, কিন্তু অন্তরে লালন করেন ।”

সত্যি কী চেয়েছিলে

তুমি কি সত্যি
সত্যি চেয়েছিলে ভালোবাসা !
নাকি চেয়েছিলে দেহে দেহে
উর্মি ভাঙার উত্তেজক খেলা!
নাকি চেয়েছিলে সঞ্চিত যৌবনের
সমস্ত পাপ! উষ্ণ থেকে আরও%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be


তাপ, গ্রীষ্মের দুপুরের মতো !

নাকি চেয়েছিলে মন্ত্র কালো মোহর
পাবার! চেয়েছিলে সিঁড়ি উপরে
ওঠার, নাকি চেয়েছিলে বিরামহীন
ভ্রমণ লিমোজিনে, চেয়েছিলে
পুষ্প বন্দনা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ?

তুমি কী সত্যি, সত্যি চেয়েছিলে ভালোবাসা?

জাকিয়া এস আরা

Next Post

অনুগল্প : এ কেমন বিয়ে

আউলিয়া খানম একটা মানুষ  ক’জনকে ভালবাসতে পারে? আসলে কি ভালবাসে, নাকি টাইম পাস?! কী জানি, ফাহমিদার জীবনে যে এমন একটা মানুষ জুটবে, সে কখনো ভাবতেও পারেনি, অথচ এরকম একটা লোককে( স্বামী) নিয়ে জীবনটাই পার করে দিচ্ছে! আচ্ছা আপনারা বলুনতো ফাহমিদা কী করতে পারতো? যার তিনকূলে কেউ নেই, ছোটবেলায মা মরে […]