যবনিকা // পৃথা রায় চৌধুরী

পৃথা রায় চৌধুরী

অনেকখানি জুড়ে যে আছে,
সে বুঝি অনধিকার র্চচার রোদ।
কুলকুল এক নদী ঘাম মিশে যায়
নাক টানার ঘেন্নায়।
খুব বেশি হলে দমকা কাশি হাঁপ… দমবন্ধ নাটক।

গতকালের চলে যাওয়া দেখা হয়নি
আজও বাসের অপেক্ষায়
গা ঘেঁষে দাঁড়াবার মুখোমুখি
দেয়াল জুড়ে ‘অসাধারণ গণনা’…
তফাৎ, ছ’পা হাজামজা।

তুমি চেয়ার হয়ে আসো, তকমা হও
তুমি তুমি হবে কবে?
অগোছালো ঘেমো জটরে কিছু কান্না
শুষে নেয় আঙ্গুলতুলো
ফিরে যাওয়ার মুখে ফিরে
ঘরমুখো ঠেলে দাও… জীবন!

কোনো কাঠামোয়
সব ভুল বুনে দেবে ঠকি,
ধুয়ে মুছে দেবার দায়হীন।


পৃথা রায় চৌধুরীপৃথা রায় চৌধুরী

ভারতের পশ্চিমবঙ্গ নিবাসী তিনি, কলকাতা শহরে বর্তমানে বসবাস। জন্মস্থান ভারতবর্ষের ঝাড়খণ্ডের ধানবাদ শহরে। সাহিত্য চর্চা শুরু, ছোটবেলা স্কুলে থাকতেই। প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর ও পরিবেশ বিজ্ঞানে ডক্টরেট তাঁর প্রাতিষ্ঠানিক পড়াশুনা। এপার ওপার বাংলার বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও অনলাইন ওয়েবম্যাগ ও ব্লগে নিয়মিত লেখালিখি করেন ২০১২ সাল থেকে। প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি –”মন্দ মেয়ের সেলফি” ও “জন্মান্তরে সিসিফাস”। এ ছাড়া এপার ওপার বাংলার বিভিন্ন কবিতা সংকলনে নিয়মিত স্থান পায় পৃথার কবিতা। কাব্য সঙ্কলনের সম্পাদনা করেছেন ও ক্ষেপচুরিয়াস নামক সাহিত্য পত্রিকার সম্পাদক মণ্ডলীতে আছেন।