রবীন্দ্র সঙ্গীত: “শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে “

follow-upnews
0 0

শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে

তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ॥

পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে–

নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে।

নিশিদিন এই জীবনের সুখের ‘পরে দুখের ‘পরে

শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।

যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে,

তোমার ওই বাদল-বায়ে দিক জাগায়ে সেই শাখারে।

যা-কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার, জীবনহারা,

তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা।

নিশিদিন এই জীবনের তৃষার ‘পরে, ভুখের ‘পরে

শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে ॥


Next Post

কবিতা । বদ্ধ বলেশ্বর । অসীম বিশ্বাস মিলন

বদ্ধ বলেশ্বর বড় বিষন্ন বদনে বহিছে – বিদীর্ণ, বীরপূর্ব বলেশ্বর বখেড়া বাইশ, বক্ষে বেগহীন বেকল বজরা বহর। বদ্ধ বারি, বন্ধ বাইচ; বিমরিষ বেশ, বাদাড় বাহারী বর্ষিলে বরিষণ বেজায় বিব্রত বুক, বিবর্ণ বিদারী – বাহিতে বহিত্র বাঞ্ছা বিমুখ, বিষম– বিমুগ্ধ বালক! ব্যথিত বিহ্বল বিষদষ্ট, বালুকা বীচি বেবাক বাধক বাবা বলেছিলেন বসিয়া […]
অসিম বিশ্বাস মিলন