Headlines

“শুয়োরের বাচ্চারা আমার ওপর ক্ষেপে আছে”

হিন্দু-মুসলিম

হিন্দু-মুসলিম

 

 

 

হিন্দু মুসলিম উভয়ে আমার ওপর ক্ষেপে আছে ভীষণ,

হত্যা করি যে রামরহীম রোজ!

ঈশপ নিশ্চয় বলবে,

“শুয়োরের বাচ্চারা আমার ওপর ক্ষেপে আছে।”

অত সাহস পাই না আমি এখনো।

অবশ্য আমি আতঙ্কিতও নই মোটেও,

তবে মাঝে মাঝে নিঃসঙ্গ হই।

মানুষের কাছে ছুটে যাই বলে ঘর বিগড়ে যায়,

প্রেম পথ বদলায়! তবু আমি মানুষ ছাড়ি না।


নাম প্রকাশে অনিচ্ছুক